Wellcome to National Portal
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৩

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সংক্ষিপ্ত ইতিহাস

     খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সংবিধিবদ্ধ সেবাধর্মী প্রতিষ্ঠান৷ পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ১৯৬১ সালের ২১ জানুয়ারি এই প্রতিষ্ঠানের সৃষ্টি৷ সূচনালগ্ন হতেই কেডিএ অর্ডিন্যান্স ১৯৬১ এর  ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, উন্নয়নে অংশগ্রহন এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রনের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে৷ নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত খুলনা শহর বিনির্মাণে কেডিএ’র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।  আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে কেডিএ উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি ৫০টির ও বেশি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে। ফলে খুলনা মাস্টার প্ল্যান এলাকায় নগরায়নের নুতন ধারার সৃষ্টি হয়েছে।

 

     পরিকল্পিত নগরায়নের মূলমন্ত্রকে ধারণ করে ১৯৬১ সনের ২১ জানুয়ারি “The Khulna Development Authority Ordinance 1961” বলে আজকের খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। ৬৩তম বছরে সংস্থাটির রয়েছে অনেক অর্জন। এ অর্জনকে আরও বেগবান করতে বিগত ২৯ জুলাই, ২০১৮ তারিখ প্রনীত হয়েছে “খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮” যা অনুসরণ করে বর্তমানে সংস্থাটি পরিচালিত হচ্ছে। উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মূলমন্ত্র অর্থাৎ মহাপরিকল্পনা প্রনয়নের মাধ্যমে ভূমির পরিকল্পিত ব্যবহার, নগরায়ন ও অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রনের মাধ্যমে একটি রেগুলেটরী বডি হিসেবে সংস্থাটি কাজ করছে। চেয়ারম্যান মহোদয় এর নেতৃত্বাধীনে রয়েছে ২৩ সদস্যের একটি শক্তিশালী বোর্ড, ১০টি শাখা ও অনুমোদিত বিভিন্ন গ্রেডের ৪৮৪ জন জনবল। বর্তমানে খুলনা বিভাগের ৩টি জেলা জুড়ে ১২টি উপজেলায় প্রায় ৮২৪.৭৬ বর্গকিলোমিটার  এলাকা কেডিএ এর অধীক্ষেত্র। যার উত্তরে নওয়াপাড়া, দক্ষিণে মংলা পোর্ট পৌরসভা,পূর্বে অভয়নগর, দিঘলিয়া, রূপসা ও পশ্চিমে ডুমুরিয়া উপজেলার কৈয়াবাজার পর্যন্ত। কেডিএ মূলত চারটি শাখার মাধ্যমে সরাসরি জনসাধারণকে সেবা প্রদান করে থাকে। শাখাগুলো হলোঃ পরিকল্পনা শাখা, অথরাইজড শাখা, বৈষয়িক শাখা এবং প্রকৌশল শাখা।

  • পরিকল্পনা শাখা মাষ্টারপ্ল্যান অনুসরণ করে ভূমি ব্যবহারের ছাড়পত্র ও ঋণ গ্রহণের জন্য জমি সংক্রান্ত তথ্য পত্র প্রদান, মাষ্টার প্ল্যানের ম্যাপ/বই  সরবরাহ ও বেসরকারী আবাসিক প্রকল্পে উদ্যোক্তা/পরামর্শক নিবন্ধন ও প্রকল্প অনুমোদন করে থাকে।
  • অথরাইজড শাখা ব্যক্তি মালিকানাধীন, সরকারী/বেসরকারী দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের ইমারত নির্মাণ/পুকুর খননের নকশা অনুমোদন করে থাকে। এছাড়াও অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রনের লক্ষে অননুমোদিত ও খেলাপী নির্মাণ নিয়ন্ত্রণ করে থাকে।
  • বৈষয়িক শাখা  বিভিন্ন ধরনের প্লট বরাদ্দ, দখল, লীজ দলিল সম্পাদন, নামজারীর জন্য তথ্য প্রদান, ঋণ গ্রহণের অনাপত্তিপত্র, ওয়ারেশ কায়েম, প্লট হস্তান্তর, ষ্টল বরাদ্দ, দখল ও লীজ সম্পাদন সহ আনুষাঙ্গীক কাজ করে থাকে।
  • প্রকৌশল শাখা নিজস্ব ও জিওবি অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নিজস্ব স্থাপনার মেরামত ও রক্ষনাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

     কেডিএ এযাবত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে ৩৫২ একর জমি অধিগ্রহণ ও উন্নয়ন করে ১০ টি আবাসিক এলাকায় প্রায় ৪০০০ এর অধিক বিভিন্ন আকারের প্লট জনসাধারণের মধ্যে বরাদ্দ প্রদান করেছে। যার মধ্যে রয়েছে

  • সোনাডাঙ্গা আবাসিক এলাকা ১ম, ২য় ও ৩য় অংশ
  • নিরালা আবাসিক এলাকা
  • মুজগুন্নি আবাসিক এলাকা
  • দৌলতপুর আবাসিক এলাকা
  • শিরোমনিতে নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য আবাসিক এলাকা।
  • সোনাডাঙ্গায় নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য আবাসিক এলাকা।
  • মিররেরডাঙ্গায় নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য আবাসিকএলাকা।
  • নিবিড় আবাসিক এলাকা
  • ময়ূরী আবাসিকএলাকা

     এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেডিএ খুলনার বিভিন্ন অবস্থানে এযাবতকাল প্রায় ৪৭.৭৫ কিঃমিঃ দৈর্ঘ্যের ১৫ টি সড়ক নির্মাণ করেছে। এছাড়া আরও ১৪ কিঃমিঃ দৈর্ঘ্যের ৪ টি সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। কেডিএ কর্তৃক নির্মিত রাস্তাসমূহের মধ্যে রয়েছেঃ

  • কেডিএ অফিস হতে খানজাহান আলী রোড পর্যন্ত (কেডিএ এভিনিউ)
  • কেডিএ অফিস হতে আউটার বাইপাস রোড পর্যন্ত (মজিদ সরণী)
  • বয়রা প্রধান সড়ক
  • আউটার বাইপাস রোড
  • মুজগুন্নি প্রধান সড়ক
  • যশের রোড হতে স্টিমারঘাট পর্যন্ত (জব্বার সরণী)
  • যশোর রোড হতে তেলিগাতী পর্যন্ত সড়ক
  • শিরোমনি শিল্প এলাকায় সড়ক
  • আউটার বাইপাস রোড  এম এ বারি সড়ক
  • রায়ের মহল হতে কৈয়াবাজার সংযোগ সড়ক
  • বাস্তুহারা প্রধান সড়ক হতে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক
  • খুলনা-যশোর রোড এবং সিটি বাইপাস রোডের মধ্যে সংযোগ সড়ক 

     কেডিএ প্রায় ৬০.৭৪ একর জমি উন্নয়নের মাধ্যমে বাণিজ্যিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানে বাণিজ্যিক প্লট তৈরী করে জনসাধারণের মধ্যে বরাদ্দ প্রদান করেছে।যার মধ্যে কেডিএ এভিনিউ, মজিদ সরণী, এম এ বারী সড়ক, মুজগুন্নি প্রধান সড়ক, জলিল সরণী ও যশোর রোড পার্শ্বস্থ বাণিজ্যিক এলাকা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিরোমনিতে ৫৬৮ একর জমি উন্নয়ন করে একটি শিল্প এলাকা স্থাপন করা হয়েছে। বরাদ্দকৃত শিল্প প্লটে বিভিন্ন ধরণের শিল্প কল কারখানা গড়ে উঠেছে। এর মধ্যে জুটমিল, সল্ট রিফাইনারি, কংক্রিট পোল প্লান্ট, কেবল ইন্ডাস্ট্রিজ, ব্যাটারী শিল্প, ফুড ইন্ডাস্ট্রিজ উল্লেখযোগ্য। কেডিএ খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬ টি মার্কেট নির্মাণ করে ১ হাজারের অধিক ষ্টল বরাদ্দের মাধমে ব্যবসা/বাণিজ্যের সুযোগ সৃষ্টি করেছে। মার্কেটগুলোর মধ্যে অন্যতম তিনটি হলোঃ 

  •  কেডিএ নিউমার্কেট
  • কেডিএ রুপসা মার্কেট
  • কেডিএ শিরোমনি মার্কেট

     এ ছাড়াও সোনাডাঙ্গা এলাকায় ৮.৫০ একর জমি উন্নয়ন করে একটি আধুনিক আন্তঃজেলা বাসটার্মিনাল নির্মাণ করেছে। খুলনা মহানগরীর জনসাধারনের নির্মল বিনোদনের জন্য মুজগুন্নি আবাসিক এলাকায় ৮.৫০ একর জায়গার উপর ২০০৭ সালে মুজগুন্নি পার্কটি গড়ে তোলা হয়েছে। অফিস ভবন চত্বরে এবং কেডিএ এ্যাপ্রোচ রোডে ২টি কমিউনিটি সেন্টার নির্মাণকরে কেডিএ নানাবিধ সামাজিক অনুষ্ঠানে জনগণকে ব্যবহারের সুযোগ প্রদান করেছে। ঢাকাস্থ নিকুঞ্জ এলাকায় কেডিএ কর্তৃক একটি নয়তলা লিয়াজো অফিস কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া কেডিএ বেশ কিছু জনকল্যানমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। যার মধ্যে রুপসা নদীর তীরে বীরশ্রেষ্ট রুহুল আমীন এর সমাধি, শহীদ সাংবাদিকদের স্মরণে প্রেসক্লাবে স্মৃতিসৌধ, শিশুপার্ক ও মসজিদ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১০ সালে কেডিএ কর্তৃক খুলনার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কেডিএ কলেজ প্রতিষ্ঠা করে পরিচালনা করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী প্রতিশ্রুতি -ডিজিটাল বাংলাদেশ তথা তথ্য প্রযুক্তি ভিত্তিক আধুনিক সরকারী সেবা ও দাপ্তরিক ব্যবস্থা বাস্তবায়নের আলোকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ চালু করেছে বিভিন্ন ধরনের অনলাইন সেবা। এর মধ্যে রয়েছেঃ

  • অনলাইনে ভূমি ব্যবহারের ছাড়পত্র (NOC)
  • ডিজিটাল আর্কা্ইভস ম্যানেজমেন্ট সিস্টেম
  • অনলাইনে নকশা অনুমোদন
  • কেডিএ বাস টার্মিনাল টোল কালেকশন অটোমেশন সিস্টেম
  • একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম
  • এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম
  • HR ম্যানেজমেন্ট সিস্টেম
  • বায়োমেট্রিক এটেন্ডেন্স সিস্টেম

     নিরবিচ্ছিন্ন অনলাইন পরিসেবা পরিচালনার জন্য কেডিএ’র রয়েছে নিজস্ব সার্ভার সিস্টেম। খুলনা অঞ্চলের আবাসন সমস্যার সমাধান ব্যবসা-বাণিজ্যের প্রসার শিল্প-কলকারখানা বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানাবিদ সেবা কার্যক্রমের জন্য কেডিএ নিবেদিত। বর্তমানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প অনুমোদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে, এর মধ্যে শেখ রাসেল সিভিক সেন্টার, ফুলবাড়ি রেল ক্রসিং এ অভারপাস ,বারাকপুর হতে চন্দনী মহল পর্যন্ত সিটি আউটার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বেশ কিছু প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। যার মধ্যে নওয়াপাড়া বাইপাস সড়ক নির্মাণ, রুপসা ও ভৈরব নদী তীরবর্তী রাস্তা নির্মাণ এবং ময়ূরী-২নিরালা-২ আবাসন প্রকল্প বাস্তবায়ন উল্লেখযোগ্য। 

 

     ভবিষ্যতের সকল চ্যালেঞ্জ যেমন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি ও ভিশন ২০৪১ এর আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অংশীদার হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনাকে একটি অত্যাধুনিক পরিকল্পিত নগরীতে রূপান্তরের অভিষ্ঠ লক্ষ্যে পৌছাবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon